— উস্তাদ নোমান আলী খান
এই আত্মিক শক্তির ধারণাটি আরও পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটি উদাহরণ পেশ করব। শক্তিকে আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করি। আমি বহু বছর আগে এই ঘটনাটি নিয়ে কথা বলেছিলাম। কিন্তু এখনো এটি আমাকে অনুপ্রাণিত করে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটি পরিবারের ঘটনা এটি। পরিবারটি ছিল অত্যন্ত ধনী। তাদের ‘গাড়ি ডিলারশিপের’ ব্যবসা ছিল। নিউ অরলিন্স হল একটি সমুদ্র উপকূলীয় অঙ্গরাজ্য। তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে।
লাক্সারি সব গাড়ির বাহার ছিল তাদের। তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত। এরপর হারিক্যান ক্যাটরিনা আঘাত হানল। ক্যাটরিনা এসেছিল বিশাল জলোচ্ছ্বাস নিয়ে। ফলে নগদ ক্রয় করা তাদের সকল গাড়ি জলোচ্ছ্বাসে ভেসে গেল। একমাত্র লেক্সাস এলএস মডেলের একটি গাড়ি বর্তমান ছিল। পরিবারটি এই গাড়িতে করেই হারিক্যান আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল, আমার এখনও মনে আছে।
দুর্যোগ শেষ হওয়ার কয়েক মাস পরে, ষ্টেটের সবকিছু খুলে দেয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। যে পরিবারটি মাসে প্রায় দুই কোটি টাকা আয় করত, তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে। পরিবারটি এখন এই কাজ করছে। এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল। মা-বাবা দোকানে পিজা বানাতো আর ছেলে লেক্সাসে করে সেই পিজা ডেলিভারি দিত। আমি যখন এটা প্রত্যক্ষ করলাম…কল্পনা করতে পারেন অন্য কেউ যদি এইরকম পরিস্থিতিতে পড়ত, অন্য কোন মিলিওনিয়ার যদি এভাবে দেউলিয়া হয়ে পড়ত, তাদের ক্ষেত্রে কী হয় জানেন? তারা মদের বোতল হাতে নিয়ে জীবন সম্পর্কে সম্পূর্ণ হতাশ হয়ে যেত। কারণ, তারা মনে করত, যা তাদের ছিল তাই তাদের শক্তিশালী করত, এখন যেহেতু এই সম্পদ হারিয়ে গেছে আমার পক্ষে আর এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। এই ধরণের ক্ষতি সহ্য করা সম্ভব নয়।
কিন্তু এই পরিবারের ক্ষেত্রে, যখন আমি তাদের সাথে দেখা করলাম, দেখতে পেলাম সবাই খুবই শান্ত, নির্বিঘ্ন। বাবার অনেক বয়স হয়ে গিয়েছিল। এইরকম বয়সে এমন ক্ষতির সম্মুখীন হলে মানুষ হার্ট এটাক করে, উচ্চ রক্তচাপে ভোগে। কিন্তু এই মানুষটি সম্পূর্ণ শান্ত!! তো, আমি তাকে জিজ্ঞেস করলাম, কীভাবে? কীভাবে এটা সম্ভব? আমি এমনকি আমার প্রশ্নও শেষ করিনি, আমি শুধু বললাম, কীভাবে? তিনি হেসে উঠলেন। কারণ, তিনি জানেন আমি কী নিয়ে কথা বলছি।
তিনি বললেন, যখন ব্যবসা ভালো ছিল আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতাম। শিপমেন্ট কি এসে পৌঁছেছে? পেমেন্ট কি দেরিতে হয়েছে? গাড়ি কি ডেলিভারি দেয়া হয়েছে? কাস্টমার কি খুশি? ট্যাক্সের হিসাব ঠিকাছে তো? কর্মচারীর সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা…এসব কারণ আমি কোনমতে জুমুয়ার নামাজে উপস্থিত হতাম। কোনরকমে।
কিন্তু এখনও তো টেবিলে খাবার আছে। এখনও তো আমাদের মাথার উপর ছাদ আছে। আর এখন আমি নিশ্চিন্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। আর সকালে ঘুম থেকে উঠে আমাকে কিচ্ছু নিয়ে ভাবতে হয় না, একমাত্র আমার রবকে মনে করা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া। আমার আসলে মনে হয়, আমার জীবন শেষ হওয়ার পূর্বে আল্লাহ আমাকে সহজ জীবনের এই নেয়ামত দান করেছেন। এটাই বাবা বলল।
কোন সাধারণ মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয়। আপনি যদি এমন কথা অন্য কোন ব্যবসায়ীকে বলতেন, সে বলত, এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে। তার সকল সেন্স নষ্ট হয়ে গেছে। আর তাই, সে এখন তার মাথায় এই পরিস্থিতির একটি যৌক্তিকতা খুঁজে নিয়েছে। সে এখন এভাবেই বেঁচে থাকতে চাচ্ছে।
আপনাদের একটি কথা বলছি, একজন মানুষের পক্ষে কেবল তখনি এভাবে কথা বলা সম্ভব, যখন সে বুঝতে পারে – যে সব জিনিসের পেছনে সে ছুটে চলছে তা দুর্বল। কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ শক্তিশালী। إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ – নিশ্চয় আল্লাহ শক্তিধর, মহাপরাক্রমশীল। (২২ঃ৭৪)