এই পৃথিবীরতে আমরা যা কিছুই উপভোগ করি না না কেন
আমাদের অবশ্যই দু’টি জিনিস মনে রাখতে হবে –
১। আল্লাহর কাছে যা আছে তা আরও বেশী ভাল
২। আল্লাহর কাছে যা আছে তা দীর্ঘস্থায়ী।
অতএব, দুনিয়ার জীবনের জন্য পরিশ্রম করুন। কিন্তু পরকালীন জীবনের জন্য কঠোর পরিশ্রম করুন।
— নুমান আলী খান